অনিমা অনি

পুরো নাম অনিমা কর্মকার। বাসা, বন্ধু মহলে স্বপ্না নামেই পরিচিত। জানুয়ারী মাসের কনকনে এক শীতের ভোররাতে এ ধরায় আগমন। ভালোবাসা এবং ভালোলাগা শিক্ষকতা। প্রিয় কাজ ঘুম, খাওয়া-দাওয়া আর আকাশ কুসুম কল্পনা।  বন্ধু মহলে হইহই করা স্বভাব হলেও দিনশেষে দরকার নিজের মতো নিজের জগতে ডুব দেওয়া, নিজেকে সময় দেওয়া। পরিচয় নাহয় এতটুকুই থাক। কখনো পাঠকের মনে জায়গা পেলে পাঠক নিজেই খুঁজে নিবে লেখককে  

Read More