ডানকান ক্লার্ক একজন সাবেক মর্গ্যান স্ট্যানলি ইনভেস্টমেন্ট ব্যাংকার, যিনি ম্যান্দারিন ভাষায় অত্যন্ত পটু। উদীয়মান বিশ^শক্তি চীন, বিশেষ করে এর আর্থিক ও ইন্টারনেট খাতে বিনিয়োগের জন্যে যদি কারো পরামর্শ নিতে হয়, সম্ভবত তার নাম থাকবে সবার উপরের দিকে। কুড়ি বছরের বেশি সময় চীনে বসবাস করছেন, বেইজিং ও সাংহাই উভয় শহরে।
বিডিএ চায়না নামে ১৯৯৪ সালে বেইজিংয়ে গড়ে তোলা একটি বিনিয়োগ পরামর্শক কোম্পানিতে একশোজনের মতো একটি কর্মীবাহিনীর নেতৃত্ব দিচ্ছেন ক্লার্ক। শুধু আর্থিক বিষয়েই নয়, চীনের ইতিহাস, সংস্কৃতি, জীবনযাত্রা, ইন্টারনেট খাত সম্পর্কে তার চমকপ্রদ জ্ঞান, অভিজ্ঞতালব্ধ, যা পরতে পরতে আবিষ্কার করা যায় এই গ্রন্থে। বর্তমানে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিক্সের ইনস্টিটিউট অব গ্লোবাল এ্যাফেয়ার্সের ভিজিটিং সিনিয়র ফেলো ডানকান এরপূর্বে যুক্তরাষ্ট্রের স্টানফোর্ড ইউনিভার্সিটিরও ভিজিটিং স্কলার ছিলেন। সেই সুবাদে এক উপলক্ষে জ্যাক মাকে মূল বক্তব্যপেশকারী হিসেবে আমন্ত্রন জানানোর ব্যবস্থা করেন তিনি, সঙ্গে বাইদু, সিনা এবং টেনসেন্টের মতো চীনের অন্য নামীদামী কোম্পানির কর্ণধারাও ছিলেন। চীনে বৃটিশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ছিলেন একদা। চীন-যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আন্তরিক সেবার স্বীকৃতি হিসেবে ওবিই পদক দেয়া হয় তাকে।
জন্মসূত্রে বৃটিশ নাগরিক ডানকান বেড়ে উঠার ও পড়শোনার সুযোগ পেয়েছেন ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রেও।