জর্জ আর আর মার্টিন ১৯৪৮ সালের ২০ সেপ্টেম্বর নিউ জার্সিতে জন্মগ্রহণ করেন। তার বাবা রেমন কলিনস মার্টিন ছিলেন সমুদ্র বন্দরের কর্মী।
মেরি জেইন ডোনোহো এবং ম্যারিস্ট হাই স্কুলে পড়াশোনা করেন মার্টিন। খুব অল্পবয়সেই লেখালিখি শুরু করেন তিনি। প্রতিবেশী বাচ্চাদের কাছে তিনি অর্থের বিনিময়ে দৈত্য দানব নিয়ে গল্প লিখতেন। বেশ নাটকীয় ছিলো তার লেখনী।
মার্টিনের প্রথম পেশাদারী বিক্রি হিসেবে দ্য হিরো গল্পের কথা বলা যায়। ১৯৭০ সালে মাত্র একুশ বছর বয়সে তার গল্পটি ছাপা হয় গ্যালাক্সি ম্যাগাজিনে। ১৯৭০ এ নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় বিএস ডিগ্রি লাভ করেন। পরের বছরই এমএসের জন্য একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যান।
সত্তরের দশকটা তিনি পার্ট টাইম বিভিন্ন জায়গায় লিখতেন। পুরোদমে তার লেখালিখি শুরু হয় ১৯৭৯ এর দিকে। মার্টিন সায়েন্স ফিকশন অ্যান্ড ফ্যান্টাসি রাইটারস অব আমেরিকার সদস্য। রাইটার্স গিল্ড অব আমেরিকা ওয়েস্টেরও সদস্য তিনি।
মার্টিন একাধিক সায়েন্স ফিকশন অ্যাওয়ার্ড জিতেছেন। চারবার হুগোস, দুইবার নেবুলাস, ব্রাম স্টোকার, দ্য লোকাস অ্যাওয়ার্ড, দ্য ওয়ার্ল্ড ফ্যান্টাসি অ্যাওয়ার্ড, দ্য ডেডালাস, দ্য বারলগ আর দাইকন তার ঝুলিতে রয়েছে। পৃথিবীজুড়ে একাধিক বেস্ট সেলিং বইয়ের লেখক তিনি। এ সং অব আইস অ্যান্ড ফায়ার তার সবচেয়ে বিখ্যাত সিরিজ।
এ গেম অব থ্রোনস, এ ক্ল্যাশ অব কিংস, এ স্টর্ম অব সোর্ডস, এ ফিস্ট ফর ক্রোজ এবং এ ড্যান্স উইদ ড্রাগন, এই বইগুলো মিলিয়ে এ সং অব আইস অ্যান্ড ফায়ার সিরিজটি গঠিত। এর উপর ভিত্তি করেই এইচবিও তাদের সবচেয়ে দর্শকনন্দিত সিরিজ গেম অব থ্রোনস তৈরি করে।
তার সায়েন্স ফিকশন নোভেলা নাইটফ্লাইয়ার্সও টেলিভিশন সিরিজে রূপান্তরিত হয়েছে। তিনি ওয়াইল্ড কার্ডস ইউনিভার্সের প্রতিষ্ঠাতা।
বর্তমানে মার্টিন নিউ মেক্সিকোর সান্তা ফে-তে বসবাস করছেন।