ড. মো. মোরশেদুল আলমের জন্ম ১৯৮৪ সালে চট্টগ্রাম জেলায়। পিতা জনাব মো. শফিউল আলম একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং মাতা জনাব উম্মে হাবিবা একজন গৃহিণী। তিনি বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তি হন।
বিএ (সম্মান) এবং এমএ উভয় পরীক্ষায় তিনি ১ম স্থান অধিকার করেন। ‘চলচ্চিত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিফলন (১৯৭২-২০১৪ খ্রি.)’ শিরোনামে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে পি-এইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে সরকারি কলেজে অধ্যাপনা করেন। ২০১৩ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। বর্তমানে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। বঙ্গবন্ধু, স্বাধীনতাসংগ্রাম, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, সামসময়িক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে তিনি নিয়মিত প্রবন্ধ-নিবন্ধ লিখে চলেছেন; যেগুলো দৈনিক সংবাদপত্রসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হচ্ছে। দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য জার্নালে তাঁর ৪৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এ ছাড়া দৈনিক পত্রিকাসহ বিভিন্ন মাধ্যমে লেখকের ৪০০টিরও অধিক নিবন্ধ প্রকাশিত হয়েছে। ‘বঙ্গবন্ধু থেকে বিশ^বন্ধু’, ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ : বঙ্গবন্ধু থেকে বঙ্গবন্ধুকন্যা’ এবং ‘বাঙালি জাতিরাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু’ শিরোনামে লেখকের তিনটি গ্রন্থ যথাক্রমে অন্যধারা ও খড়িমাটি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। ‘আন্তর্জাতিক বিষয়াবলি : সামসময়িক প্রসঙ্গ’, ‘চলচ্চিত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ এবং ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা’ শিরোনামে লেখকের আরও তিনটি গ্রন্থ প্রকাশিতব্য।