কুড়ি বছর আগে প্রকাশিত প্রথম উপন্যাস দ্য গড অব স্মল থিংস লিখেই বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছিলেন অরুন্ধতী রায়। পুরো নাম সুজানা অরুন্ধতী রায়, জন্ম ২৪ নভেম্বর ১৯৬১, শিলং, মেঘালয়, ভারত। তার মা মেরি রায় কেরালার মালয়ালি সিরিয়ান খ্রিস্টান, বাবা রাজীব রায় কলকাতার বাঙালি হিন্দু। বাবা ছিলেন চা বাগানের ম্যানেজার, মা নারী অধিকার কর্মী। অরুন্ধতীর দুই বছর বয়সের সময় মা-বাবার বিচ্ছেদ হয়ে যায়। তিনি মা ও ভাইয়ের সঙ্গে কেরালায় চলে আসেন। কিছুদিন তারা তামিল নাডুর ওটিতে থাকেন নানার কাছে। অরুন্ধতীর পাঁচ বছর বয়সের সময় তারা কেরালায় ফিরে আসেন, সেখানে তার মা একটা স্কুল প্রতিষ্ঠা করেন। অরুন্ধতীর স্কুল শুরু হয় কোট্টায়ামের কর্পাস ক্রিস্টিতে, শেষ হয় দিল্লীর স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচারে স্থাপত্যবিদ্যা অধ্যয়নের মাধ্যমে। দিল্লী ও গোয়ায় স্থপতি গেরার্ড দা কুনহার সঙ্গে কিছুদিন একত্র জীবনযাপন। ১৯৮৪ সালে চলচ্চিত্রকার প্রদীপ কৃশেনের সঙ্গে সাক্ষাৎ, পরে বিয়ে, এখন পৃথকবাস। মানবাধিকার ও পরিবেশ বিষয়ক সক্রিয়কর্মী অরুন্ধতী রায় বাস করেন দিল্লীতে। গত কুড়ি বছরে বিভিন্ন বিষয়ে তার অন্তত আটটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। দীর্ঘ ব্যবধানের পর ২০১৭ সালে প্রকাশিত হয়েছে তার দ্বিতীয় উপন্যাস দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস (পরমসুখ মন্ত্রণালয়)। এমন এক অসাধারণত্ব রয়েছে এ উপন্যাসের যেটা ধারণ করছে ক্লাসিকধর্মিতার গুণ।