অরুন্ধতী রায়

কুড়ি বছর আগে প্রকাশিত প্রথম উপন্যাস দ্য গড অব স্মল থিংস লিখেই বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছিলেন অরুন্ধতী রায়। পুরো নাম সুজানা অরুন্ধতী রায়, জন্ম ২৪ নভেম্বর ১৯৬১, শিলং, মেঘালয়, ভারত। তার মা মেরি রায় কেরালার মালয়ালি সিরিয়ান খ্রিস্টান, বাবা রাজীব রায় কলকাতার বাঙালি হিন্দু। বাবা ছিলেন চা বাগানের ম্যানেজার, মা নারী অধিকার কর্মী। অরুন্ধতীর দুই বছর বয়সের সময় মা-বাবার বিচ্ছেদ হয়ে যায়। তিনি মা ও ভাইয়ের সঙ্গে কেরালায় চলে আসেন। কিছুদিন তারা তামিল নাডুর ওটিতে থাকেন নানার কাছে। অরুন্ধতীর পাঁচ বছর বয়সের সময়...

Read More