জোনাস জনাসন

জোনাস জনাসন (ইওনাস ইওনাসোন) জন্মগ্রহণ করেন, ১৯৬১ সালে, সুইডেনের ছোট শহর ভেক্সিওতে। গোতেনবুর্গ বিশ্ববিদ্যালয়ে ভাষা বিষয়ক অধ্যয়নের সাংবাদিকতা শুরু করেন। পর কুড়ি বছরেরও বেশি সময় সংবাদমাধ্যম, টেলিভিশন ও সংবাদপত্রে যুক্ত থাকার পর এই কাজে ইস্তফা দেন। নিজের সবকিছু বিক্রি করে দিয়ে চলে যান বিদেশে। সুইজারল্যান্ডের পন্টে ট্রেসা গ্রামে পরিবারের সঙ্গে বাস করেন তিন বছর। এই সময়ে রচনা করেন দি হানড্রেড-ইয়ার-ওল্ড ম্যান হু ক্লাইন্ড আউট অফ দ্য উইন্ডো অ্যান্ড ডিস্যাপিয়ার্ড, অচিরেই যা আন্তর্জাতিক বেস্টসেলারে পরিণত...

Read More