নুসরাত জাহান বৃষ্টি

নুসরাত জাহান বৃষ্টি জন্ম ২৩ মার্চ ২০০৩ সালে। তার জন্ম নানা বাড়িতে। বাবা মায়ের তিন সন্তানের মাঝে দ্বিতীয়। এই সাহিত্যজগতে তার আসা ২০১৯ সালে। আসাটা ছিলো অপ্রত্যাশিত কোনো কারণ ছাড়াই শখের বশে এসেছে। শখের বশ থেকে আস্তে আস্তে লেখালেখি জগত ওতপ্রতো ভাবে নিজেকে ছড়িয়ে পড়ে। আর তার প্রথম বই হৃদয়ে লিখেছি তোমারি নাম বই মেলায় প্রকাশিত হয়েছে। লেখকে প্রত্যাশা বইটা তার প্রত্যেক পাঠক-পাঠিকাদের হৃদয় ছুয়ে যাক।

Read More