রেজা আসলান (মে ৩, ১৯৭২) ধর্মতত্ত্ব বিষয়ক পন্ডিত, লেখক। তার তিনটি আলোচিত গ্রন্থ: নো গড বাট গড: দি অরিজিন্স, এভোলিউশন, অ্যান্ড ফিউচার অফ ইসলাম; বিয়ন্ড ফান্ডামেন্টালিজম: কনফ্রন্টিং রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য এজ অফ গ্লোবালাইজেশন; জিলট: দি লাইফ অ্যান্ড টাইমস অফ যেসাস অফ নাজারেথ। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ক্রিয়েটিভ রাইটিংয়ের অধ্যাপক।
তাদের পরিবার ১৯৭৯ সালে তেহরান থেকে যুক্তরাষ্ট্রে চলে আসে। সান ফ্রান্সিস্কো বে এরিয়ায় তিনি বেড়ে ওঠেন। সান জোসের ডেল মার হাই স্কুল থেকে গ্র্যাজুয়েট (১৯৯০)। সান্টা ক্লারা ইউনিভার্সিটি থেকে রিলিজিয়াস স্টাডিজে বি.এ., হার্ভার্ড ডিভিনিটি স্কুল থেকে মাস্টার অফ থিওলজিক্যাল স্টাডিজ, ইউনিভার্সিটি অফ আইওয়ার রাইটারস’ ওয়ার্কশপ থেকে মাস্টার অফ ফাইন আর্টস এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে সোসিওলজিতে পিএইচডি ডিগ্রি অর্জন।
রেজার জন্ম শিয়া মুসলিম পরিবারে। ১৫ বছর বয়সে এভাঞ্জেলিকাল খ্রিস্টধর্ম গ্রহণ। হার্ভার্ডে ভর্তি হওয়ার আগেই ইসলাম ধর্মে প্রত্যাবর্তন। ২০১৩ সালে এক নিবন্ধে উল্লেখ করেন, ‘সমস্ত ধর্মই প্রতীক আর রূপকে তৈরি একটা ভাষার চেয়ে বেশি কিছু নয়, যা ব্যক্তির বিশ্বাসকে ব্যাখ্যা করতে সাহায্য করে।’ ২০১৫ সালে শুরু করেন ‘আধ্যাত্মিক ভ্রমণ বিষয়ক ধারাবাহিক’ বিলিভার। হিন্দু ধর্মমতের অঘরি সম্প্রদায়কে নিয়ে প্রথম এপিসোড সম্প্রচারিত হওয়ার পর যুক্তরাষ্ট্র প্রবাসী হিন্দুরা ও তাদের সংগঠনগুলো ‘হিন্দু-বিরোধী’ আখ্যা দিয়ে রেজার তুমুল নিন্দা ও আক্রমণাত্মক সমালোচনায় মেতে ওঠে। টুইটারে ট্রাম্প-বিরোধী মন্তব্য করায় রেজার সঙ্গে সম্পর্কচ্ছেদ করে সিএনএন। বিলিভার বন্ধ হয়ে যায়।
সাংবাদিক অ্যামান্ডা ফর্টিনির সঙ্গে রেজার এনগেজমেন্ট ভেঙে যায় ২০০৮ সালে। পরে বিয়ে করেন উদ্যোক্তা ও লেখিকা জেসিকা জ্যাকলিকে। তাদের তিন ছেলে