পুরনো মরচে পড়া একটি গাড়ি নিয়ে এলো হ্যারিস, তা দেখে রুমী ও তার বন্ধুরা হাসিতে ফেটে পড়ল। এটা কিনেছি। তোদের নিয়ে ঘুরব। বলল হ্যারিস। রুমী ও তার বন্ধুরা সেই গাড়িতে উঠে বসল। হঠাৎ গাড়িটা থেমে গেল। বন্ধুরা বেজায় ক্ষেপল। কোথায় পেয়েছিস এই গাড়ি? জানতে চাইল রুমী। হ্যারিস কিছু বলল না। বোকার মতো তাকিয়ে রইল। বন্ধুরা গাড়ির গায়ে লিখে দিল, ‘ধাক্কা মারো। চড়তে হলে, বিমা করো।’ বন্ধুদের সেই আনন্দ হারিয়ে গেল এক রাতে। পাকিস্তানি আর্মিরা পুড়িয়ে দিল ঢাকা। অসংখ্য মানুষ মারল। রুমী ...
Read Moreeanyadhara@gmail.com
38/2 Kha, Banglabazar, Dhaka 1100, Bangladesh