তানযীলা তারাইয়্যান

নোয়াখালীতে জন্ম তানযীলা তারাইয়‍্যান-এর শৈশব এবং বেড়ে উঠা সিলেট শহরেই। তুলা রাশির কন্যার জন্ম ২১শে অক্টোবর। বাবা মোঃ খুরশিদ আলম একজন সরকারি চাকুরিজীবী এবং মা তহুরা খাতুন গৃহিণী। পাহাড় ঘেরা ছোট শহর সিলেটে বেড়ে উঠা মেয়েটি ছোট বেলায় চেয়েছিল ফেরিওয়ালা হতে। চুড়ি চাই চুড়ি চাই হেকে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াবে। চীনা পুতুলও থাকবে সেই ঝুড়িতে। এরপর ধীরে ধীরে বড় হতে হতে সেই ঝুড়ি ভরে উঠেছে হাজারো গল্প দিয়ে। সে এখন গল্প ফেরি করতে চায়। নেবেন তার গল্প?

Read More