হীরাকান্তের অদৃশ্য সরোবরে ফোটা কোনো অচিন ফুলের মতো, প্রণয়নীর বিনুনিতে গেঁথে রাখা আছে প্রণয় শত শত। তুমি থাকলে পাশে সৃষ্টির সকল সুখ চিরসত্য, অবেলার তুষার গলা জমাট জল, তারকারাজির ঝিলমিল রং, তুমি থাকলে পাশে তীব্র আঘাতেও এই ধরণী অমর। তুমি হৃদয় গহীনে, নীলয়ের আলিঙ্গনে বেঁচে আছো, 'বিচ্ছেদ' তো কেবল একটি শব্দ মাত্র! কিছু সম্পর্কের মায়ার বাঁধনে মানুষ মানুষকে সামলে রাখে, আগলে থাকে, বাঁচতে শেখায়, অতল জলে না ডুবেও ভাসতে শেখায়। জড়িবুটি হয়ে হৃদয়ের জখম তাড়ায়। আবার কিছু সম্পর্ক কাঠের নৌকা যেমন, মাঝসমূদ্র হেসে খেলে পার করিয়ে তীরে এসে তরী ডুবায়। আঁধারী সমীর আমারে নতমুখে শুধায়, 'প্রিয়তমকে এক শব্দে ব্যখ্যা করার কী উপায়?' স্মিত হেসে বলি, 'মায়ামৃগ চেনো?' ছুঁয়ে দেখার আগেই সে হারিয়ে যায় যেনো! ~কুহু চৌধুরী।
Author : ইলমা বেহরোজ
ক্যাটাগরি: রহস্য উপন্যাস রোমান্টিক উপন্যাস
0 Rating / 0 Review
হীরাকান্তের অদৃশ্য সরোবরে ফোটা কোনো অচিন ফুলের মতো, প্রণয়নীর বিনুনিতে গেঁথে রাখা আছে প্রণয় শত শত।
তুমি থাকলে পাশে সৃষ্টির সকল সুখ চিরসত্য, অবেলার তুষার গলা জমাট জল, তারকারাজির ঝিলমিল রং, তুমি থাকলে পাশে তীব্র আঘাতেও এই ধরণী অমর।
তুমি হৃদয় গহীনে, নীলয়ের আলিঙ্গনে বেঁচে আছো, 'বিচ্ছেদ' তো কেবল একটি শব্দ মাত্র!
কিছু সম্পর্কের মায়ার বাঁধনে মানুষ মানুষকে সামলে রাখে, আগলে থাকে,
বাঁচতে শেখায়, অতল জলে না ডুবেও ভাসতে শেখায়। জড়িবুটি হয়ে হৃদয়ের জখম তাড়ায়।
আবার কিছু সম্পর্ক কাঠের নৌকা যেমন, মাঝসমূদ্র হেসে খেলে পার করিয়ে তীরে এসে তরী ডুবায়।
আঁধারী সমীর আমারে নতমুখে শুধায়, 'প্রিয়তমকে এক শব্দে ব্যখ্যা করার কী উপায়?'
স্মিত হেসে বলি, 'মায়ামৃগ চেনো?'
ছুঁয়ে দেখার আগেই সে হারিয়ে যায় যেনো!
~কুহু চৌধুরী।
| Title | মায়ামৃগ |
|---|---|
| Author | ইলমা বেহরোজ |
| Publisher | অন্যধারা |
| ISBN | 978-984-97473-0-7 |
| Edition | ৬ষ্ঠ মুদ্রণ, ডিসেম্বর ২০২৪ |
| Number of Pages | 304 |
| Country | Bangladesh |
| Language | বাংলা |