Author : রেশমী রফিক
আচমকা পেছন থেকে একটা হাত সাবিকের চোখ চেপে ধরল। আরেকটা হাত বাহুর নিচ গলে কোমর জড়িয়ে ধরেছে। কিছু বুঝে উঠার আগেই সে টের পেল, কেউ একজন পিঠের সাথে মিশে আছে। পরক্ষণে ঘাড়ের কাছে একটা স্পর্শ। একমুহূর্তের জন্য ঠোঁটজোড়া চেপে বসল বুঝি। অতঃপর কানের কাছে মেয়েলি কন্ঠ, লাভ ইউ! ক্ষণিকের জন্য ঘোরগ্রস্ত হলো সাবিক। মনের অস্থিরতা উবে গিয়ে শরীর শিথিল হলো। পরমুহূর্তে সচকিত হলো সে। ঝট করে পেছন ফিরল। ততক্ষণে পেছনে থাকা মানুষটা গায়েব। মানুষজনের ভীড়ে মিশে গেছে সুনিপুণভাবে। তাকে আলাদা করে চেনার উপায় নেই! হতভম্ব ভঙ্গিতে আশপাশে তাকাল সাবিক। মেয়েলি কন্ঠের মালিককে খুঁজল। তারপর আন্দাজে ঢিল ছুড়ল। গেটের কাছে একটা মেয়েকে দেখা যাচ্ছে। কোমর সমান চুল ছড়িয়ে আছে পিঠে। হাতভর্তি চুড়ি। পায়ে হিল স্যান্ডেল। সাবিকের মনে হলো, এই মেয়েটাই বৃষ্টি। পেছন থেকে জড়িয়ে ধরায় উচ্চতা খানিক অনুমান করা যায়। মেয়েটা অত লম্বা না। তবে হিল পরায় সহজেই সাবিকের ঘাড় সমান চলে আসে। সে অনিশ্চিত সুরে ডাকল, - বৃষ্টি!
Author : রেশমী রফিক
ক্যাটাগরি: রোমান্টিক উপন্যাস উপন্যাস
0 Rating / 0 Review
আচমকা পেছন থেকে একটা হাত সাবিকের চোখ চেপে ধরল।
আরেকটা হাত বাহুর নিচ গলে কোমর জড়িয়ে ধরেছে।
কিছু বুঝে উঠার আগেই সে টের পেল, কেউ একজন পিঠের সাথে মিশে আছে। পরক্ষণে ঘাড়ের কাছে একটা স্পর্শ।
একমুহূর্তের জন্য ঠোঁটজোড়া চেপে বসল বুঝি। অতঃপর কানের কাছে মেয়েলি কন্ঠ, লাভ ইউ! ক্ষণিকের জন্য ঘোরগ্রস্ত হলো সাবিক। মনের অস্থিরতা উবে গিয়ে শরীর শিথিল হলো। পরমুহূর্তে সচকিত হলো সে। ঝট করে পেছন ফিরল। ততক্ষণে পেছনে থাকা মানুষটা গায়েব। মানুষজনের ভীড়ে মিশে গেছে সুনিপুণভাবে। তাকে আলাদা করে চেনার উপায় নেই! হতভম্ব ভঙ্গিতে আশপাশে তাকাল সাবিক। মেয়েলি কন্ঠের মালিককে খুঁজল। তারপর আন্দাজে ঢিল ছুড়ল। গেটের কাছে একটা মেয়েকে দেখা যাচ্ছে। কোমর সমান চুল ছড়িয়ে আছে পিঠে।
হাতভর্তি চুড়ি। পায়ে হিল স্যান্ডেল। সাবিকের মনে হলো, এই মেয়েটাই বৃষ্টি। পেছন থেকে জড়িয়ে ধরায় উচ্চতা খানিক অনুমান করা যায়। মেয়েটা অত লম্বা না। তবে হিল পরায় সহজেই সাবিকের ঘাড় সমান চলে আসে। সে অনিশ্চিত সুরে ডাকল,
- বৃষ্টি!
| Title | তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ |
|---|---|
| Author | রেশমী রফিক |
| Publisher | অন্যধারা |
| ISBN | 978-984-97186-3-5 |
| Edition | ১ম প্রকাশ, বইমেলা ২০২৩ |
| Number of Pages | 480 |
| Country | Bangladesh |
| Language | বাংলা |